Sbs Bangla -

মনোমুগ্ধকর গানে মেলবোর্নের দর্শক-শ্রোতাদের মাতিয়ে গেলেন শ্রীকান্ত আচার্য

Informações:

Sinopsis

গুণী সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য এখন সহশিল্পীদের নিয়ে অস্ট্রেলিয়া সফর করছেন। সিডনি ও ব্রিসবেনে তাঁর গানের অনুষ্ঠানের কথা রয়েছে, আর গত সপ্তাহে সুর-ছন্দের আয়োজনে মেলবোর্নের হলভর্তি দর্শক-শ্রোতাদের গান শোনালেন তিনি।